রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি : আমেরিকাস্থ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (IFM) মৌলভীবাজার জেলায় সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তায় ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করে। এর মধ্যে সংগঠনের আরপিডি জাহাঙ্গীর আলমের মাধ্যমে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়।
বুধবার দুপুর ২টায় জায়ফরনগর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. স্বপন তালুকদার-এর নিকট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন সংগঠনের জুড়ী উপজেলা প্রতিনিধি মঞ্জুরে আলম লাল।
এ সময় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা ও জায়ফরনগর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুফিয়া বেগম উপস্থিত ছিলেন।
জায়ফরনগর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ স্বপন তালুকদার আইএফএমকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ রোগীর পাশাপাশি প্রসূতিরাও বিনামূল্যের এ অক্সিজেন সেবা পাবে।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা বলেন, দেশের যে কোন দুর্যোগে প্রবাসীরা এগিয়ে আসেন, মানবিক সহযোগিতার হাত বাড়ান। সে ধারা অব্যাহত থাকুক।
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (IFM), আমেরিকা’র প্রেসিডেন্ট নজরুল হক ও জেনারেল সেক্রেটারী মঞ্জুর চৌধুরী জগলুল বলেন, আইএমএফ মৌলভীবাজার জেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। মানবিক সহায়তামূলক এ কাজ অব্যাহত থাকবে।