মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
শেরপুর প্রতিনিধি : ম্যাসব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে এবং জেলা স্বেচ্ছাসেবী ওসমাজ কর্মীদের ব্যবস্থাপনায় সদর উপজেলার শেরপুর বাজার ময়লা আবর্জনা পরিস্কার করা হয়,এসময় বাজারের ব্যবসায়ী ওজনসাধারন কে উদ্ভুদ্ধ করা হয়। বুধবার(২৩শে ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। মৌলভীবাজার সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান এই কর্মসূচি পরিচালনা করেন, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেনমৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুমিয়া চৌধুরী,সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন চাকমা,শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলামসাহেদ,ইউ/পি সদস্য রাজন মিয়া,ইউ/পি সদস্য সেলিম মিয়া,ইউ/পি সদস্য মিলন মিয়া,ইউ/পি সদস্য রব্বান মিয়া,বোরহান উদ্দিনসোসাইটির সদস্যবৃন্দ,সাংবাদিক,সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।