মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : জুড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা ২১ ফেব্রæয়ারী রাতে উত্তর ভবানীপুরে আব্দুল মোনেম মনুর বাংলোবাড়ীতে অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাট্যজন ও লেখক আব্দুল মতিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাট্যাভিনেতা আ.স.ম. ছালেহ সোহেল। বিশেষ অতিথির বক্তব্য দেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, জুড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরি সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোনেম মনু, ভারত রুদ্রপাল, চন্দ্রজিৎ সিনহা, ইমরুল ইসলাম, ডা. মুফছিল আলী, বিশ্বজিত সেন গুপ্ত, সৈয়দ মো. হারুন, যন্ত্র ও সংগীত শিক্ষক শ্রীকান্ত রবিদাস, রিংকু দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক সংগীত শিল্পী প্রণয় রঞ্জন দাস, নাট্যকর্মী শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জায়েদ আনোয়ার চৌধুরী, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সংগীতশিল্পী ও শিক্ষক প্রসাদ দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত দেব দিপু, শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিক্ষক ও সংগীত শিল্পী অরবিন্দু রুদ্রপাল।
পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংগীত পরিবেশ করেন সংগীতশিল্পী শ্রীকান্ত রবিদাস, প্রসাদ দাস, অরবিব্দ রুদ্রপাল, প্রণয় রঞ্জন দাস, দিপু সিনহা, শিশুশিল্পী পুষ্পা দাস পূজা, লাবনী রুদ্র পাল প্রমুখ।