1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পূর্ব বিরোধের জের- বড়লেখায় হামলায় প্রবাসীর স্ত্রীসহ আহত ৬, গ্রেফতার ১

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩২ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার উত্তর সুজানগর গ্রামে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গবদ্ধ হামলায় দুবাই প্রবাসীর স্ত্রীসহ ৬ ব্যক্তি আহত হয়েছেন। ভুক্তভোগী নারীর মামলায় থানা পুলিশ তারেক আহমদ নামে এক আসামীকে গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সে গ্রামের ফরিজ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী জমির উদ্দিনের সাথে প্রতিবেশি বাহার উদ্দিনের রাস্তার সীমানা নিয়ে মনমালিন্য চলছিল। কয়েক দিন ধরে প্রবাসীর স্ত্রী আফসা বেগম রাস্তা সংলগ্ন নিজস্ব ভুমিতে টিনসেট ঘরের নির্মাণ কাজ করছেন। মঙ্গলবার বিকেলে মিস্ত্রিরা কাজ করাকালিন প্রতিপক্ষের বাহার উদ্দিনের নেতৃত্বে ছেলে নাঈম আহমদ, ভাই ফরিজ মিয়া, সহযোগি তারেক আহমদসহ কতিপয় লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে কাজে বাধা দেয়। এসময় দুবাই প্রবাসীর স্ত্রী আফসা বেগম, ভাইয়ের স্ত্রী মান্না বেগম ও বড়বোন ফাতেমা বেগম নির্মাণ কাজে বাঁধা দেয়ার কারণ জানতে চাইলে তারা অতর্কিত হামলা চালায়। এতে আফসা বেগম, মান্না বেগম, ফাতেমা বেগম, মিস্ত্রী সফিক উদ্দিন, আল আমিন, নিজাম উদ্দিন প্রমুখ আহত হন। এসময় প্রতিপক্ষের লোকজন নির্মিতব্য ঘর ভাংচুর ও ব্যাপক গাছ কেটে ফেলে। এঘটনায় আহত আফসা বেগম প্রতিপক্ষের বাহার উদ্দিনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে তারেক আহমদ নামে এক আসামীকে গ্রেফতার করেছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..