1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আজ মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১৪ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: আজ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

আইনজীবি সমিতি ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ৪১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অ্যাডভোকেট এ. এস. এম. আজাদুর রহমান আজাদ ও অ্যাডভোকেট মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহ-সভাপতির পদের জন্য লড়ছেন অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী ও অ্যাডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল।

সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী।

এরা হলেন অ্যাড. মো. আনোয়ারুল ইসলাম, অ্যাড. দেলোয়ার হোসেন, অ্যাড. জয়নুল হক ও অ্যাড. বদরুল হোসেন ইকবাল।

সহ-সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. এ. কে. এম মোস্তাফিজুর রহমান চৌধুরী ও অ্যাড. তপন চন্দ্র পাল।

লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. মনজুরুল মাহবুব আলমের সঙ্গে লড়বেন অ্যাড. সুবিমল লিন্দকিরি এবং ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. সৈয়দ সিরাজুল ইসলাম লড়বেন অ্যাড. সাকির আহমদের সঙ্গে।

এছাড়া কার্য নির্বাহী সদস্যের পাঁচটি পদের জন্য সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন- অ্যাড. বুলবুল আহমেদ, অ্যাড. নুরউর রহমান, অ্যাড. রুকসানা বেগম, অ্যাড. আব্দুল্লা আলমগীর, অ্যাড. মো. কামরুল ইসলাম, অ্যাড. শতদল চক্রবর্তী, অ্যাড. মো. হেসেন বখস।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..