শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে চা কোম্পানীর চা কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ভোর সোয়া ৫ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানীর মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
কর্তব্যরত সিকিউরিটি সদস্যরা আগুন লাগার ঘটনা দেখে কারখানার ব্যবস্থাপক ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা দ্রুত ঘটনাস্হলে পৌছে স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৭ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু তাহের।
খবর পেয়ে ফিনলে চা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার তাহসিন আহমদ ও অন্যান্য কর্মকর্তারা কারখানায় ছুটে যান।
মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ হারুন পাশা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন কাজ তদারকি করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু তাহের জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ফায়ার সার্ভিস ধারনা করছেন।
এ ব্যাপারে ফিনলে চা কোম্পানীর চিফ এক্সিকিউটিভ অফিসার মো. তাহসিন আহমেদের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২০/২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।