বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : আজ ঢাকায় ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে নয়াদিল্লি থেকে দেশে ফিরবেন তিনি। ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে তাঁর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ফয়েজ।
এর আগে, চলতি মাসের ২১ তারিখ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লি যান ওবায়দুল কাদের। এসময় ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তাঁর সফরসঙ্গী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসযোগে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তাঁরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।