1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

উইকেটের একটা মূল্য আছে : লিটন

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : গত বছরের জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতে সেঞ্চুরির (১০২) পর পরের তিনটি ইনিংস তার ২১, ৩২, ১! সিরিজের প্রথম ম্যাচে ফজলুল হক ফারুকীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এসেছেন লিটন মাত্র ১ রানের মাথায়। ওই আউটটাই বাংলাদেশের ব্যাটিংয়ে বিরূপ প্রভাব ফেলেছে।

ওই আউটটাই তাতিয়ে দিয়েছে লিটনকে। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানতে উদযাপন করেছেন সেঞ্চুরি। ফরিদীকে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে এসেছেন লিটন ১৩৬ রানের মাথায় (১২৬ বলে ১৬ চার, ২ ছক্কা)।

আফগানিস্তানের বিপক্ষে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে সেঞ্চুরিয়ান লিটনের এই ইনিংসটি আবার তার দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম ম্যাচে মিরাজ-আফিফ, দ্বিতীয় ম্যাচে লিটন। প্রথম ম্যাচে দুর্বিষহ পরিস্থিতি থেকে ১৭৪ রানের রেকর্ড পার্টনারশিপে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন মিরাজ-আফিফ। দ্বিতীয় ম্যাচে তৃতীয় উইকেট জুটিতে লিটন-মুশফিকুর রহিমের ২০২ রানের রেকর্ড পার্টনারশিপে আফগানিস্তানকে রান পাহাড়ে চাপা দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এই তরুণরা সিনিয়র হয়ে উঠছেন দলের মধ্যে। তবে লিটন নিজেকে সিনিয়র ভাবছেন না। ক্রিকেটে অভিজ্ঞতার ভান্ডার বাড়ছে বলে মনে করছেন দ্বিতীয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ লিটন-‘আমি ৫ বছর খেলে ফেলেছি, আফিফরা ২-৩ বছর খেলেছে… তাদের তো একটা অভিজ্ঞতা হচ্ছে ক্রিকেটের। আমার মনে হয়, এই জিনিসটা নিয়ে আমরা কেউ আর ঐভাবে চিন্তা করি না। আমরা শুধু ম্যাচে কীভাবে ব্যাটিং করবো সেই প্ল্যানিংটা সাজানোই মূল।আমরা সিনিয়র হচ্ছি না? আমরাও তো ম্যাচ খেলে খেলে উন্নতি করছি।’

ওয়ানডেতে ৩টি হাফ সেঞ্চুরির পাশে ৫টি সেঞ্চুরি ! হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরির সংখ্যা বেশি লিটনের। সহজে উইকেট দেয়া যাবে না। এটাই লিটনের দর্শন। নিজের উইকেটের মূল্যটা জানেন লিটন-‘ আমি এ জিনিসটা নিয়ে চিন্তা করছি, ভাবনা করছি যে আমার উইকেটের একটা মূল্য আছে। তো নিজের মূল্যটা দিচ্ছি। আশা করি সামনেও দিতে পারবো। আমরা শুধু জানি, ম্যাচে কাকে কীভাবে ব্যাটিং করব, সেই পরিকল্পনা সাজানোই মূল ব্যাপার।’

ওপেনিংয়ে প্রতিদিন বড় ম্যাচ খেলা যাবে না, উন্থান-পতনের মধ্য দিয়ে যাবে, এমনটাই মনে করছেন লিটন-‘ আপনারা সেঞ্চুরি দেখছেন, কিন্তু এর মধ্যে অনেকগুলো ইনিংস আমি খারাপও খেলেছি। ওপেনার হিসেবে আপনি একদিন বড় ইনিংস খেলার সুযোগ পাবেন, সুযোগ প্রতিদিনই থাকবে… কিন্ত আপনি একদিন বড় খেলতে পারবেন, একদিন খেলতে পারবেন না।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..