রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
বিশ্বজিৎ কর : আজ ১৩ ফাল্গুন , ২৬ ফেব্রুয়ারি, জমে উঠেছে মৌলভীবাজার উপজেলার শ্যামেরকোনার ঐতিহ্যবাহী ফাল্গুনী মেলা।
প্রতি বছর ফাল্গুনের এসময় মেলাটি জমে আসছে। বর্তমানে শ্যামেরকোনা বাজারের আহ্বায়ক কমিটির সার্বিক তত্ত্বাবধানে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে । শ্যামেরকোনা বাজারের সভাপতি সেলিম মিয়ার পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হয় ।
একাধিক প্রবীণের মতে ৩৫ বছরেরও অধিক সময় ধরে মেলাটি ঐতিহ্যের সাথে জমে আসছে।
সরেজমিনে দেখা যায়, মেলায় কসমেটিকস, মাটির তৈরী আসবাবপত্র, খেলনা, মুড়ি-মুড়কি, এবং বিভিন্ন ধরনের খইয়ের পসরা সাজিয়ে দোকানিরা বসে আছে। মেলায় প্রায় ৩০০ দোকান রয়েছে। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ও চরকি।
মেলাকে ঘিরে আশপাশের কয়েক এলাকায় সৃষ্টি হয় উৎসবমূখর পরিবেশ। আত্মীয় স্বজনরা মেলা উপলক্ষে বেড়াতে আসে। অনেকেই মুখিয়ে থাকে কবে ঐতিহ্যবাহী এই ফাল্গুনী মেলা মেলাটি শুরু হবে।
স্থানীয়দের মতে শ্যামেরকোনার ঐতিহ্যবাহী এই ফাল্গুনী মেলাই সবচেয়ে বড় মেলা।
বাজারের সভাপতি সেলিম মিয়া মৌমাছি কন্ঠকে বলেন , ১৩ ই ফাল্গুন মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ মেলা আমাদের ঐতিহ্য, মেলাটি সুষ্ঠু ভাবে পরিচালনায় আমরা মেলা পরিচালনা কমিটি অঙ্গীকারবদ্ধ।
তারা প্রত্যাশা করেন, ফাল্গুনী মেলার এই ঐতিহ্য আজীবন ধরে রাখুক।