1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় গণটিকা ‘উৎসব’ সম্পন্ন, বিশৃঙ্খলার দায়ে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৪৫টি কেন্দ্রে একযোগে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। কার্যক্রমে বিশৃঙ্খলার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিনব্যাপী চলা গণটিকা কার্যক্রমে প্রায় ৪০ হাজার মানুষকে এ টিকা প্রদান করা হয়। সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিও ছিল সন্তোষজনক।

গণটিকা কার্যক্রম চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।

এদিকে, গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলার অপরাধে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, সরকারের নির্দেশিত গণটিকা কার্যক্রম আমরা উপজেলার ১৩ ইউনিয়ন ১ পৌরসভাসহ ৪৫টি কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা ছাড়া প্রায় ৪০ হাজার মানুষকে টিকা দিতে পেরেছি।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা মোতাবেক আজকের পর থেকে আর কাউকে টিকার প্রথম ডোজ দেয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, আমরা গণটিকা সফল করার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছি। আমাদের টার্গেটের চেয়েও বেশি টিকা দিতে পেরেছি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি বিনয় ভূষণ রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে বিশৃঙ্খলায় জড়ায় জাকির। পরে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..