সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগর উদ্দেশ্যে তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।’
উল্লেখ্য, বর্তমান রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবরের চাকরির মেয়াদ আজ শেষ হয়েছে।