সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বুধবার দ্বিতীয় দফা বৈঠকে বসছে দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৈঠকে অংশ নিতে রাশিয়ার একটি প্রতিনিধি দল এরই মধ্যে যাত্রা শুরু করেছে।
বিদ্যমান সংঘাত থেকে উত্তরণে গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনায় বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। ইউক্রেন-বেলারুশ সীমান্তে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরামর্শের জন্য উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যান। এর ধারাবাহিকতায় বুধবার দ্বিতীয় দফায় আলোচনায় বসছেন ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।
এ দফার আলোচনাতেও আগের প্রতিনিধি দলের সদস্যরাই অংশ নেবেন বলে জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, দ্বিতীয় দফার বৈঠকটি হবে বেলারুশের বেলারুশ-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায়।
রয়টার্স জানিয়েছে, প্রথম দফার আলোচনায় ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ প্রকাশ করেছে রাশিয়া। রুশ আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তাতে উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা সম্ভব হবে।