শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শেরপুর প্রতিনিধি:‘সরকারের উন্নয়নের বিপক্ষে নই আমরা’ স্লোগানকে ধারণ করে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিক্স-লেন রাস্তা নির্মাণে শেরপুর বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকার বৃহত্তর জনগোষ্ঠী, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতভিটা অধিগ্রহনের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। গতকাল রোববার শেরপুর এলাকার সর্বস্ব হারানোর আশঙ্কায় আতঙ্কিত জন-সাধারণ এই মানববন্ধনের আয়োজন করেন। এতে শেরপুর বাজারসহ আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ লোকালয়ের বসতভিটা থেকে উচ্ছেদ হবে, মুখের গ্রাস কেড়ে নেওয়া এবং মাথা গোঁজার ঠাই হারানোর শামিল প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বেশিরভাগ মানুষ অসহায় ও খেটে খাওয়া দিনমজুর শ্রেণির। তাঁরা বসতভিটা হারিয়ে নিঃস্ব হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন এবং সকলেই সরকারে নিকট দাবী জানিয়েছেন বিকল্প জায়গা অধিগ্রহন করে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে।