শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : ১৯৭১ সালের সাত মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘রেডিও’।
এরই মধ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে সিনেমার দৃশ্যধারণ। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই অভিনয়শিল্পী রিয়াজ ও জাকিয়া বারী মম।
মুক্তিযুদ্ধের সময়ে মানুষের জাগরণের গল্প নিয়ে ‘রেডিও’ সিনেমার গল্প রচিত হয়েছে। একাত্তরের সাত মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে।
এটি নির্মাণ করছেন অনন্য মামুন। এতে একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার পর ১৫ বছর পর ফের জুটি বাঁধলেন রিয়াজ-মম।
‘রেডিও’ সিনেমায় আরও অভিনয় করছেন নাদের চৌধুরী, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী।