1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দলে ফিরলেন মেসি

  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৬১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : গত বছর জুলাইয়ে দীর্ঘ ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। সেই সঙ্গে ঘোচে জাতীয় দলের হয়ে মেসির শিরোপা খরা। সে বছরেই নভেম্বরে মেসি সর্বশেষ চাপিয়েছিলেন জাতীয় দলের জার্সি। অবশেষে ৪ মাসের বিরতি শেষে মেসি আবারও ফিরেছেন জাতীয় দলের স্কোয়াডে। মার্চের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে রোববার (৬ মার্চ) মেসিসহ ৪৪ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা দল।

জানুয়ারিতেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে সদ্যই করোনা থেকে সেরে ওঠা মেসিকে আর ঝক্কিতে ফেলেননি আর্জেন্টিনা কোচ স্কলানি। সে সময় মেসি থেকে গেছেন প্যারিসেই।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ও ৩০ মার্চ দলের শেষ দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবেন মেসি। প্যারিসের হয়ে ইদানীং বেশ মানিয়ে নিয়েছেন মেসি। গোল খুব বেশি না পেলেও গোল করাচ্ছেন নিয়মিতই। তাই এবার জাতীয় দলের চ্যালেঞ্জ কাঁধে নিতেই পারেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসি যে দলে থাকবেন তা আগেই জানিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। দল ঘোষণায় পর আনুষ্ঠানিক রূপ পেয়েছে সেটা।

আর্জেন্টিনার বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই স্কলানি এখন চাচ্ছেন দল নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বিশ্বকাপের আগেই দল গুছিয়ে নিতে। বিশ্বকাপের আর সময় বাকি মাত্র কয়েকমাস। তাই নতুন পুরোনো মিলিয়ে মোট ৪৪ জন জায়গা পেয়েছেন বিরাট এই বহরে।

স্কলানি দলে ডেকেছেন বেশ কিছু নতুন মুখ। স্পেনে জন্ম নেওয়া গারানচো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন আর্জেন্টাইন মায়ের সূত্রে। ল্যাজিওর মিডফিল্ডার লুকা রোমেরোও ডাক পেয়েছেন। ইতালিয়ান লিগ থেকে ডাক পাওয়াদের তালিকায় আরও আছেন ইন্টার মিলানের যুব দলের সদস্য ভালেন্তিন ও ফ্র্যাঙ্কো কারবোনি। যুব পর্যায়ে দুজনই খেলেছেন ইতালির পক্ষে। জুভেন্টাস থেকে আছেন ১৮ বছর বয়সী মাতিয়াস সুলে।

লা লিগায় এলচের হয়ে ২০ ম্যাচে ৭ গোল করা লুকাস বোয়েকেও রাখা হয়েছে ৪৪ জনের এই তালিকায়।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুসো (আটালান্টা), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), এস্তেবান আন্দ্রাদা (মন্টেরি), জেরোনিমো রুলি (ভিলারিয়াল)।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিলারিয়াল), লুকাস মার্টিনেজ কোয়ার্তা (ফিওরেন্টিনা), জেরমান পেজ্জেলা (রিয়েল বেটিস), নিকোলাস অটামেন্ডি (বেনফিকা), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নেহুয়েন পেরেজ (উদিনেস), নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনইয়া (সেভিয়া)।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিওভানি লো সেলেসো (ভিলারিয়াল), গিদো রদ্রিগেজ (রিয়েল বেটিস), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্টিনা), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), লুকাস ওক্যাম্পোস (সেভিয়া), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), রবার্তো পেরেইরা (উদিনেস), নিকোলাস পাজ (রিয়েল বেটিস), টিয়াগো জেরালনিক (ভিলারিয়াল), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান), লুকা রোমেরো (ল্যাজিও)।

ফরোয়ার্ড: লাওতারো মার্টিনেজ (ইন্টার), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), আনহেল ডি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেই), জিওভানি সিমিওনে (ভেরোনা), মাতিয়াস সুলে (জুভেন্টাস), লুকাস বোয়ে (এলচে), ফ্রাঙ্কো কারবোনি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গারানচো (ম্যানচেস্টার ইউনাইটেড)।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..