সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্ট : জেলা গোয়েন্দা শাখা কর্তৃক গত ০৭/০৩/২২খ্রিঃ রাত অনুমান ২৩.০৫ ঘটিকার সময় কুলাউড়া থানাধীন ব্রাহ্মনবাজার হইতে কুলাউড়া গামী রাস্তার মধ্যে চাতলাগ্রাম সাকিনস্থ জনৈক রায়হান আলম এর মালিকানাধীন ছায়াবীথি নামক বাড়ীর সামনে পাক রাস্তার উপর হইতে ১। জালাল মিয়া (৪৭), পিতা: মোঃ মোশাহিদ মিয়া, মাতা: মোছাঃ লেচু বেগম, সাং-মধ্য বাটুলী, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজারে ০২(দুই) কেজি গাঁজা সহ আটক করা হয়।