সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সচেতনতামুলক র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামিম আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।