সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ জন সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
বিবিসি জানায়, গত মাসে পূর্ব ইউক্রেনের রুশপন্থি দুটি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে ভোট দিয়েছিল রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার এই ৩৮৬ জন সদস্য।
এ কারণেই তাদের সব সম্পদ জব্দ ও যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, পার্লামেন্ট সদস্যদের ভোটকে রুশ সরকার ইউক্রেনে সামরিক হামলার ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করেছে।
ইরোপিয়ান ইউনিয়নও একইভাবে কয়েশ রুশ পার্লামেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।