1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারের যোগ্যতাই নেই ভারতের: খোঁচা পাকিস্তানের

  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৮০ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র-কাণ্ডে ভারতকে খোঁচা পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।
প্রযুক্তিগত ত্রুটিতে ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কটাক্ষ করল ইসলামাবাদ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ শুক্রবার বলেন, ‘‘স্পর্শকাতর প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারের কোনও যোগ্যতাই ভারতের নেই।’’

ঘটনার সূত্রপাত গত বুধবার (৯ ,মার্চ)। সূত্রের খবর, হরিয়ানার সিরসায় সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম একটি ভারতীয় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট হওয়ার খবর জানায়।

এর পর বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনার কথা স্বীকার করে জানায়, ঘটনাটি ভুল করে ঘটেছিল। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলেও সরকারি বিবৃতিতে বলা হয়।

ইউসুফের অভিযোগ, বিদেশি সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ্যে আনার আগে নয়াদিল্লি এ বিষয়ে ইসলামাবাদকে কিছু জানানোর সৌজন্যটুকুও দেখায়নি।

অদক্ষ ভাবে নিয়ন্ত্রণের কারণেই ভারত থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানে উড়ে এসেছিল বলেও অভিযোগ করেছেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার মতে, অতীতে ভারতে ইউরেনিয়াম নাড়াচাড়ায় এমন অদক্ষতার কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..