রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে কুলাউড়া উপজেলা শহরের ‘বঙ্গবন্ধু উদ্যানে’ উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ ফিতা কেটে ৭ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, এমপির প্রতিনিধি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ প্রমুখ।
মেলায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বিভাগীয় ও এনজিও সংস্থার ৫০টি স্টল অংশগ্রহণ করছে।
মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট দলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।