মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মৈতৈ মণিপুরি পাবলিকেশনের বর্ষপূর্তি উপলক্ষে উচ্চমাধ্যমিক জিপিএ প্রাপ্ত শক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আদমপুর মণিপুরি কালচারাল কমেেপ্লক্সে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্ঠা রাজকিমোর সিংহের সভাপতিত্বে অয়েকপম পাবলিকেশনের পরিচালক অঞ্জুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাউবা মেমোরিয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেউজিয়ামের পরিচালক হামোম তনুবাবু, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত কুমার সিংহ, সিলেট শিক্ষা বোর্ডের সেকশন অফিসার শেরাম নিরঞ্জন ও সাংবাদিক মুজিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ইভং হাল শ্যামল, প্রহল্লাদ সিনহা, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক ও কবি সনাতন হামোম প্রমুখ।
২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও চিত্রাঙ্কণে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এ উপলক্ষে মিৎয়েং নাম একটি সংকলনেল মোড়কও উন্মোচন করা হয়।