সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় র্যালি পরবর্তী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসি সিরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আছকির আলী, তোফায়েল আহমেদ চৌধুরী, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেন প্রমুখ।