1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩১৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ডারবান টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। এর আগেই অবশ্য ম্যাচটি ঘিরে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ ওঠে। দুই ফিল্ড আম্পায়ার মারিস এরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্টকের ভুল সিদ্ধান্তে ভুগতে হয়েছে বাংলাদেশকে। এরপর সাকিব আল হাসান নিরপেক্ষ আম্পায়ারের দাবি করেছেন।

যুক্তরাষ্ট্র থেকে এক টুইটে সাকিব লিখেছিলেন, আমার মনে হয় আইসিসির সময় এসেছে নিরপেক্ষ আম্পায়ার নিয়ে ভাবার, কেননা বেশির ভাগ দেশেই কভিড পরিস্থিতি এখন স্বাভাবিক। ‘

এদিকে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস।

ক্রীড়া সাংবাদিক টেলফোর্ড ক্রিকবাজে এক কলামে লিখেছেন, সাকিবের ভালোভাবেই জানা উচিত, ম্যাচে ৪টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে। যার ৪টি গেছে তাদের (বাংলাদেশের) পক্ষে। এজন্য এরাসমাস এবং হোল্ডস্টোকের কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি যে ভয়ংকর ইতিহাস আছে, তাতে তারা এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না। বাংলাদেশ যেখানে ২৬৩ রান তাড়ায় নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়েছে, সেখানে আম্পায়ারদের ভুলগুলো ম্যাচের ফলাফলের ওপর বড় কোনো প্রভাব ফেলতে পারে না।

ডারবান টেস্টে বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। এ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। তাছাড়া স্লেজিং নিয়েও বাংলাদেশকে একাধিকবার শাসাতে দেখা গেছে মরিস এরাসমাসকে। আরেক আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকও সতর্ক করেন এবাদত হোসেনকে। যদিও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের কোনো বাধা দেননি তারা।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..