শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেটে আবার ঘটেছে অগ্নিকাণ্ড। এবার শহরতলির মালনীছড়া চা বাগানে আগুনে পুড়েছে বসতঘর ও দোকান। শনিবার (৯ এপ্রিল) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্ততঃ ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে একটি সেমিপাকা বসতঘরে থাকা আসবাবপত্র ও একটি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, দুপুর ১১ টা ৫৩ মিনিটে আমরা ফোন পেয়ে আমাদরে দুটি ইউনিট সেখানে যায়। আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।