রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: প্রায় ১ মাসের দক্ষিণ আফ্রিকা সফর শেষে এবার দেশে ফেরার পালা বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী ১৩ ও ১৪ এপ্রিল, ৩ ধাপে ঢাকায় আসবেন মুমিনুল হকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল সকাল ৮.৫৫ মিনিটে নামবে প্রথম বহর। দ্বিতীয় ও তৃতীয় বহর ১৪ এপ্রিল এসে পৌঁছাবে। দ্বিতীয় দল ঢাকায় নামবে সকাল ৮.৫৫ মিনিটে, শেষ দল নামবে বিকেল পৌনে ৫টায় নামবে।
দক্ষিণ আফ্রিকা সফরে এবারই প্রথম ওয়ানডে জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। শুধু তাই, এবার সেখানেই প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ফরম্যাটের সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টেস্ট ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। ডারবানে প্রথম ম্যাচ ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৩৩২ রানের বড় ব্যবধানে।
ক্রিকেটার, নির্বাচকরা তিন ধাপে দেশে ফিরলেও এখনই বিদেশি সাপোর্ট স্টাফের সদস্যরা বাংলাদেশ আসছেন না। হেড কোচ রাসেল ডমিঙ্গো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন। নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন। দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তিনি ঢাকার ফিরবেন মে মাসে।