শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল বশির (৫৭) গত মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১১টায় আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার বিকেল ৩টায় আধকানী কবরস্থান ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভোগতেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ৩০ বছর ধরে ভাÐারীগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবোরের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।