বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
আব্দুল বাছিত খান :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে ১৫ই এপ্রিল সকালে “মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশনের ” পরানধর,মুন্সীবাজার, কমলগঞ্জ তত্ত্বাবধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমেদ জুম্মন এর মাধ্যমে “সিলেট বিশেষ দাতাগোষ্ঠীর অর্থায়নে পরানধর গ্রামে জয়ন্ত দাশ ও সরিষকান্দি গ্রামে মিলন শব্দকর কে যথাক্রমে ২টি নলকূপ দেওয়া হয় । বনবিষ্ণপুর গ্রামের ফারুক মিয়াকে ২ বান টিন এবং অসহায় হতদরিদ্র ২০টি পরিবারকে রমজান মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার, মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশনের অন্যতম সদস্য ইমন আহমেদ তরফদার ও মেহেদী হাসান মুরাদ এবং মুন্সীবাজার ইউনিয়নের স্বাস্থ্য কর্মী মঈনউদ্দীন প্রমুখ। ৩নং মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার বলেন সরকারের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠন গুলাকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে । এবং মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশন ও দাতা গোষ্টি সকলকে সাধুবাদ জানান।