1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

যে কারণে ট্যাটু না করার পরামর্শ সামান্থার!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৭১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বেশ কিছুদিন হলো ডিভোর্স হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর। বিবাহিত জীবনের ইতি টেনেছেন দু’জন। কিন্তু সামান্থার শরীরে অন্তত তিনটি ট্যাটু আছে যেগুলো একেবারেই তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর স্মৃতি বিজড়িত। ডিভোর্সের পর এইসব ট্যাটু নিয়ে আছেন মুশকিলে।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে জনৈক ভক্ত নাকি সামান্থা রুথকে জিজ্ঞেস করেন,’এর পর কী ধরনের ট্যাটু করানোর কথা ভাবছেন?’

এতেই প্রায় চমকে ওঠেন অভিনেত্রী। লেখেন, ‘ওরে বাবা! ট্যাটু? জীবনে এই ভুল আর নয়। যদি ছোট থাকতাম নিজেকে আটকাতাম। ‘

৩টি ট্যাট্রু মধ্যে একটি ট্যাটু ঘাড়ের কাছেই, যাতে লেখা ‘ ইয়ে মায়া চেসভ’। যে তেলেগু ছবির সেটেই দুজনের প্রথম দেখা, এবং প্রেম। সেই ছবির গোটা স্মৃতিটাই যে কাঁধে নিয়ে ঘুরছেন সামান্থা।

দ্বিতীয় ট্যাটু অভিনেত্রীর পাঁজরের হারে। সেখানে খোদাই করা ‘চৈ’, যা তাঁর প্রক্তনের নামের প্রথম অক্ষর।

আরেকটি ট্যাটু আরওই গহীনে। সে বিষয়ে বেশি কিছু জানাননি সামান্থা। তবে নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণার পর পরই আগে নেট মাধ্যম থেকে তাদেরদুজনের ছবি সরিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, যতগুলো অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন, সেই থেকে শুরু করে বিবাহবার্ষিকী পোস্ট, ক্রিসমাসের ছবি, সব মুছে দেন তিনি! কিন্তু ট্যাটু মুছতে পারেননি নায়িকা। ছাড়াছাড়ি হলেও প্রাক্তনকে এখনও শরীরে নিয়ে ঘুরতে হচ্ছে তার। তাই কখনও ট্যাটু না করার পরামর্শ দেন এই অভিনেত্রী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..