1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘বিশুদ্ধ কুরআন শিক্ষা বিস্তারে জাতি ফুলতলী ছাহেবকে চিরদিন স্মরণ রাখবে’

  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪৪৮ বার পঠিত

আব্দুল বাছিত খান :: ‘বিশুদ্ধ কুরআন শিক্ষা বিস্তারে জাতি ফুলতলী ছাহেবকে চিরদিন স্মরণ রাখবে’ গত ২৬শে রামাদ্বান মৌলভীবাজারের বিনয়শ্রী মরহুমা অদুদুন্নেছা পাঠাগার, রোজ বৃহস্পতিবার, সময়: বিকাল ২.০০ঘটিকায়, মনসুরনগর ইউ.পি আল-ইসলাহ সাধারণ সম্পাদক ক্বারী শাহাব উদ্দিন এর উপস্থাপনায় ও আলহাজ্ব শামসুজ্জামান এর সভাপতিত্বে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, বিনয়শ্রী দারুছ ছুন্নাহ ফুরকানিয়া মাদ্রাসা শাখার পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিনয়শ্রী দারুছ ছুন্নাহ ফুরকানিয়া মাদ্রাসা শাখার ক্যাশিয়ার মোনাহিব কবির সাহেব বলেন, ‘বিশুদ্ধ কুরআন শিক্ষা বিস্তারে জাতি ফুলতলী ছাহেবকে চিরদিন স্মরণ রাখবে’ তিনি আরো বলেন ভারতীয় উপমহাদেশে যে ক’জন ক্ষনজন্মা মনীষীর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ:) ছিলেন অন্যতম। মুলত: আল্লামা ফুলতলী ছহেব কিবলাহ (রহ:) ছিলেন মুসলিম মিল্লাতের জন্য এক প্রেরণার উৎস। তিনি ছিলেন আমাদের সমাজ ও জাতীয় জীবনে অনুস্বরণীয় মহান ব্যক্তিত্ব। যিনি মানব জীবনের সকল ক্ষেত্রে তথা সমাজ, রাষ্ট্র, ধর্ম, আধ্যাত্মিকতা, শিক্ষা-সংস্কৃতি, নীতি-নৈতিকতা, দানশীলতা প্রতিটি ক্ষেত্রে ছিলেন পূর্ণমহীরূহ। বিশেষ করে মুসলিম উম্মাহর মধ্যে বিশুদ্ধ কোরআন শিক্ষা বিস্তারে এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে তিনি ছিলেন প্রথিকৃৎ। তিনি ছিলেন দেশ-জাতী ও মুসলিম মিল্লাতের স্বার্থে নিজেকে উৎসর্গ করতে কখনো কুন্ঠাবোধ করেননি। যখনই ইসলামের উপর আঘাত এসেছে তখনই তিনি বাতিলের বিরুদ্ধে গর্জে উঠে ময়দানে ঝাপিয়ে পড়েছেন। দেশ ও জাতীকে দিয়েছেন সঠিক দিশা। আল্লামা ফুলতলী (র.) একটি ঐতিহ্যবাহী, ইলমী ও রুহানী খান্দানে জন্মগ্রহণ করেন। একদিন তিনি ক্লাসে ছাত্রদের দরস দেওয়ার সময় তদানিন্তক কালের বিখ্যাত ওলীয়ে কামিল ও বিশিষ্ট আলেম আল্লামা আব্দুন নূর গড়কাপনি (র.) তথায় এসে সপ্তাহে একদিন কিরাত শিক্ষার ক্লাস নেওয়ার জন্য তাকে অনুরোধ জানান। ফুলতলী ছাহেব কিবলাহ (র.) সময়ের অভাবে বিনীতভাবে অপারগতা জানালেও তিনি পরদিন আবার এসে একি অনুরোধ জানান। ছাহেব কিবলাহ (র.)’র নাপারার অনুরোধের প্রতিত্তোরে গড়কাপনি (র.) বলেন- “আমি স্বপনে হুজুরে পাক (সা.) এর দিদার লাভ করি। তখন নবীজির কণ্ঠে কোরআন পাকের তেলাওয়াত শুনতে পাই। আরজ করলাম, ইয়া রাসূল আল্লাহ! এই কিরাত কিভাবে শিখবো? তখন নবী পাক (সা.) ডান দিকে যাকে দিখিয়ে ইশারা করলেন, চেয়ে দেখি সেই সুভাগ্যবান ব্যক্তি আপনি।” এ কথা শুনার সঙ্গে সঙ্গে ছাহেব কিবলাহ (র.) কেঁদে ফেললেন। তাঁকে জড়িয়ে ধরে বললেন আমি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ১২টার পর নিকটবর্তী হযরত আদমখাকি (র.) এর মাজার সংলগ্ন মসজিদে কিরাত মশক্ব দেওয়ার ওয়াদা দিলাম। তার এই অন্যান্য খেদমতের ধারা অব্যাহত রাখতে পারলেই গোটা সমাজ রাষ্ট্র আল-কোরআনের আলোয় আলেকিত হয়ে উঠবে। যেহেতু রমজানের সংঙ্গে কোরআনের বাহ্যিক ও অন্তর্নিহিত অসাধারণ মিল ও গভীর সম্পর্ক রয়েছে, সেহেতু এ মাসে আমাদের বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা উচিত। এতে করে ব্যক্তির চরিত্র পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র হতে সকল অন্যায় অত্যাচার, খুন, ঘুম, রাহাজানী, দুর্নিতি, বিশৃংখলা দূর করা সম্ভব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউ.পি আল-ইসলাহ সভাপতি সৈয়দ হাফিজ আব্দুল জব্বার, সাবেক নাজিম হাজি আব্দুল খালিক, বিনয়শ্রী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্ঠা আব্দুল কুদ্দুছ ইদু মিয়া, বিনয়শ্রী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক শফি, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, আজিজুর রহমান শিপু, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার বিনয়শ্রী আঞ্চলিক শাখার সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক এবাদুর রহমান শাহীদ, অত্র শাখার প্রধানকারী মুফতি মাও. শাহ মোঃ মুজাহিদ আলী, সহকারী প্রধান মাও. শাহ শরিফ আহমদ , মাও. খাইরুল আলম, মাও. আবু জাফর সালেহ, জনাব শাহাব উদ্দিন, মাও. একলাছুর রহমান, ক্বারী শাহিন রাজা, কাতার প্রবাসী রাজুল আহমদ, ময়নুদ্দীন মিয়া প্রমুখ।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..