রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ায় কারণে দুর্ঘটনা এড়াতে আজ সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে সকালে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। কালবৈশাখীর আভাস দেখা দেয় প্রকৃতিতে। সকাল ৯টার দিকে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। চলাচলরত নৌযানকে নিরাপদে থাকতে নির্দেশ দেয়।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।