1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজারে ঈদের জামাতে মুসল্লির ঢল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৮২ বার পঠিত

মিজানুর রহমান :: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ পড়তে আসেন হাজার হাজার মানুষ। মৌলভীবাজার শহরের বিখ্যাত দৃষ্টিনন্দন ও বিশাল টাউন ঈদগাহ ময়দানে মুসল্লির ঢল নামে। মহামারি করোনার ভয় কাটিয়ে দুই বছর পর খোলা ঈদগাহ্ মাঠ নিমিষে জনসমুদ্রে পরিণত হয়।

মঙ্গলবার (৩ মে) প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৬টায়। এরপর সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় আরও দুটি জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, জেলা পরিষদের প্রশাসক মিজবাউর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানসহ সর্বস্তরের মানুষ।

এতে ইমামতি করেন দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিদ উদ্দিন। আর দ্বিতীয় ও তৃতীয় জামাতে ইমামের দায়িত্ব পালন করেন যথাক্রমে পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. মুহিবুর রহমান এবং সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

ঈদের আগের দিন থেকে শহরের সব ঈদগাহ এলাকাজুড়ে আলোকসজ্জা করা হয়। এছাড়া জেলার সাতটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..