শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: আমরা অন্ধকার থেকে আলোর পথে চলে যাচ্ছি, দুঃস্থ অবস্থা থেকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছি। আজ শেখ হাসিনাকে বলা হচ্ছে উন্নয়নের জাদুকর। তার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
আজ শুক্রবার সকালে পিরোজপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।
সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।
পিরোজপুর সদর উপজেলা সহ নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় মোট ১ হাজার ৫০০ জন অসহায় ও দরিদ্রের মাঝে ২১ হাজার ৬শত কেজি শুকনো খাবার বিতরন করা হয়।