সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৭ জন অসচ্ছল রোগিকে সমাজসেবা অধিদপ্তররের উদ্যোগে ৫০ হাজার টাকা করে সাড়ে ১৩ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, প্রধান শিক্ষক অঞ্জনা রাণী দে, উপকারভোগি এখলাছ আলী প্রমুখ।