মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: লর্ডসে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর মিশনে আজ বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে তার আগে বড় ধাক্কাই খেলো কিউইরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।
বৃহস্পতিবার মৃদু উপসর্গ দেখা দিলে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয় উইলিয়ামসনের। যেখানে কোভিড পজিটিভ শনাক্ত হন তিনি। ফলে এখন তাকে পাঁচদিনের আইসোলেশনে থাকতে হবে। উইলিয়ামসনের বদলে অধিনায়কত্ব করবেন বাঁ-হাতি ওপেনার টম লাথাম।
এ ছাড়া বর্তমানে লিস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে থাকা হ্যামিশ রাদারফোর্ডকে উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলে ডেকেছে কিউইরা। শুক্রবার সকালেই দলের সঙ্গে যোগ দেবেন রাদারফোর্ড। উইলিয়ামসন ছাড়া দলের বাকিরা র্যাপিড টেস্টে নেগেটিভ শনাক্ত হয়েছেন।
ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে কিউইদের। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের ট্রফি নিশ্চিত করার মিশনে নামবে ইংলিশরা।