সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর ইসলামিক মিশনে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মাদ্রাসার শিশু কিশোরদের হামদ-নাথ প্রতিযোগীতায় পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা খলিলুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সহসাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন ও ইউপি সদস্য রায়হান ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামিক মিশনের অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে হামদ-নাত ও গজল প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।