শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
জুড়ী প্রতিনিধি :: আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে শনিবার রাতে জুড়ী উপজেলায় ৪টি আশ্রয় কেন্দ্রে পাঁচ শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
এ সসময় জুড়ী উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সহ-সভাপতি মাওলানা তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন ময়না, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম কামরুল ইসলাম, জুড়ী শহর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক এম এ মাকসুদ জুনেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ জমির আলী, সাংগঠনিক সম্পাদক খালেদ মাসুম, জুড়ী উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি এমরান হোসেন, সহ-সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ফারহান হোসেন, আব্দুস সামাদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক হাফিজ হোসাম উদ্দিন মাসুম, অর্থ সম্পাদক জামিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।