সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।
আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, প্রয়াত নির্মল রঞ্জন গুহ ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তিনি সর্বদা নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। মন্ত্রী বড়লেখায় নির্মল রঞ্জন গুহের সাম্প্রতিক সাংগঠনিক সফরের কথা স্মরণ করে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তাঁর মৃত্যু স্বেচ্ছাসেবক লীগ তথা আওয়ামী লীগের জন্য এক অপূরনীয় ক্ষতি।
মন্ত্রী নির্মল রঞ্জন গুহের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
..