বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সিলেটে বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট, এর উদ্যেগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যাদূর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও নগদ টাকা বিতরনকরেন।। ইউনিয়নের ৯টি স্থানে এই কার্যক্রম করা হয়।
উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়র অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী,যুগ্ম সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌস,সিনিয়র সদস্য সৈয়দ মহসিন হোসেন, অর্থসম্পাদক মোহাম্মদ মফিক আলী,দপ্তর সম্পাদক ওয়াহিদুর রব জগলু,সদস্য অঞ্জন দাস,জীবন সদস্য আমিরুল ইসলাম সাহেদ, স্থানীয় সমাজসেব সাইফুল ইসলাম খান,শামীম আহমেদ খান।
প্রায় ২০০শতাধিক লোকে মধ্যে এই ত্রান ও অর্থ সহায়তা প্রদান করা হয়।গ্রাম গুলা হলো বাদে ভূকশিমূল,কানে হাত,শশারকান্দি, সাদিপুর,কাজিরগাঁও,বরদল,জাবদা,জালালপুর,মহেশ গৌড়ি ।