সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা নিশ্চিন্ত করনে কুলাউড়া উপজেলায় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ‘হেলথ অর্গান সহায়তা বাংলাদেশ’ এর কার্যক্রম শুরু হয়েছে। সরকারি বঞ্চিত গ্রাম অঞ্চলে অসহায় দুস্থ মানুষের কল্যাণে বিনা মূল্যে চিকিৎসা, অনুদান, বৃত্তি, বাল্য বিবাহ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কার্যক্রম তরান্বিত করতে কুলাউড়া উপজেলায় সংস্থাটির পক্ষ থেকে কার্যক্রম চালু উপলক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই দুপুরে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্টানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে কার্যক্রমের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘হেলথ অর্গান সহায়তা বাংলাদেশ’ এর চেয়ারম্যান ডাঃ এম.এফ আহমদ ফারুকী। পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পারভেজ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সমাজ সেবা অফিসার সাখাওয়াত আহমেদ, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ আকদ্দছ আলী (মাষ্টার), নবাব আলী সাজ্জাদ খান, অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, প্রভাষক সৈয়দ মোশারফ আলী, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, ডাঃ ডি.আর দীপা ফারুকী প্রমুখ। অনুষ্ঠানে সংস্থাটির কুলাউড়া উপজেলার রবিরবাজার অঞ্চলে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক প্রতিনিধি কাউন্সিল অধিবেশনে অংশ নেন।
এ সময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যেসহ বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহনের জন্য আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ভোধন হয়।