1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

উরুগুয়েকে উড়িয়ে দিলো আর্জেন্টিনার নারীরা

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২২৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: শুক্রবার রাতে নারী কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেখানে ইয়ামিলা রদ্রিগেজের হ্যাটট্রিকে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে তারা। এই জয়ে গ্রুপ পর্বে খেলা এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা নারী দল।

আসরে নিজেদের প্রথম ম্যাচটা অবশ্য হার দিয়ে শুরু করে আর্জেন্টিনা।

ব্রাজিল নারী দলের কাছে পরাজয় ০-৪ গোলে। পরে দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে ঘুরে দাঁড়ায় তারা। ৪-০ গোলের ব্যবধানে জয় পায়। উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে ব্রাজিল ও ভেনিজুয়েলার সমান ৩ পয়েন্ট আর্জেন্টিনার। তবে আর্জেন্টিনা ৩টি ম্যাচ খেললেও ব্রাজিল ও ভেনিজুয়েলা খেলেছে ২টি করে ম্যাচ। নকআউটে জায়গা করে নিতে হলে শীর্ষ দুইয়ে থাকতেই হবে ২০০৬ সালের চ্যাম্পিয়নদের।

কলম্বিয়ায় এস্টাডিও সেন্টেনারিও স্টেডিয়ামে এদিন উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনার মেয়েরা। বল দখলের লড়াইয়ে খুব বেশি এগিয়ে না থাকলেও উরুগুয়ে নারী দল যেখানে আর্জেন্টিনার গোলবার লক্ষ্য করে ৭ বার শট নিয়েছে, সেখানে প্রতিপক্ষ শিবিরের উদ্দেশে ১৫ বার আক্রমণ শানিয়েছে এস্তেফানিয়া বানিনি, এলিয়ানা স্ট্যাবিলরা।

তবে ম্যাচের প্রথম গোলের জন্য ৪৩ মিনিট অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে নিজের নিয়ন্ত্রণে নেন এস্তেফানিয়া। সেটা দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ১-০ গলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনা নারী দলের ভয়ঙ্কর রূপ দেখে উরুগুয়ে। ৫১, ৬৪ ও ৬৯ মিনিটে টানা ৩ গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামিলা রদ্রিগেজ। ৪-০ গোলে ম্যাচের নির্ধাতির সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ে ব্যবধানে আরো বাড়িয়ে নেন আর্জেন্তাইন ডিফেন্ডার এলিয়ানা স্ট্যাবিল। তার নিখুঁত ফিনিশিংয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উরুগুয়েকে রীতিমত উড়িয়ে দেয় আর্জন্টিনা নারী দল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..