1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জুয়েলের সেই অস্ত্রটি থানায় জমা দিলেন তার স্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৯০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটির ছবি ভাইরাল হওয়ার পর সেটি তার স্ত্রী ফারজানা হক চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। এর আগে গতকাল শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্রটি থানায় জমা দেওয়া হয়।

এ বিষয়ে ওসি বলেন, ‘মনিরুজ্জামান জুয়েলের হাতে থাকা অস্ত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অস্ত্রটি থানায় জমা দিতে নির্দেশ প্রদান করি। এরপর তার স্ত্রী ফারজানা হক গতকাল রাতে থানায় এসে ছাড়পত্র নিয়ে ৮৬ রাউন্ড গুলিসহ জার্মানির তৈরি ২ পয়েন্ট ২ বোর অস্ত্রটি আমাদের কাছে জমা দেয়।’

ওসি আরও বলেন, ‘যেহেতু অস্ত্রটি মনিরুজ্জামান জুয়েলের লাইসেন্স করা, তাই আমরা তার পরিবারকে অস্ত্রটি থানায় জমা দিতে নির্দেশ প্রদান করি।’

কেন অস্ত্রটি থানায় জমা দিতে বলা হলো—এ প্রশ্নের জবাবে ওসি বলেন, যদি কোনো বৈধ অস্ত্র বেআইনিভাবে প্রদর্শন করা হয় এবং বিষয়টি থানা প্রশাসনকে অবগত করলে অস্ত্রটি থানায় জমা নেওয়া যায়। এরই মধ্যে মনিরুজ্জামান জুয়েলের অস্ত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে ভয়ভীতি ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাই অস্ত্রটি জমা নেওয়া হয়।

অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে কি না, সে বিষয়ে জানতে চাইলে শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আপাতত অস্ত্রটি জমা নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর নালঘর বাজারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর শাহাজালালের ফেসবুক আইডি থেকে মনিরুজ্জামান জুয়েলের হাতে অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে চৌদ্দগ্রাম থানার পুলিশ গতকাল রাতে অস্ত্রটি থানায় জমা নেয়। তবে এখনো মনিরুজ্জামান জুয়েলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..