সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: মা হয়েছেন রাশিয়ান টেনিস কুইন মারিয়া শারাপোভা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান তিনি। পুত্র সন্তানের নাম রেখেছেন ‘থিওডর’।
ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘সবচেয়ে সুন্দর, সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে সন্তোষজনক উপহার— যেটা আমরা ছোট্ট পরিবার হিসেবে চাইতে পারি।’
শারাপোভার সন্তানকে স্বাগত জানিয়ে ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) এক টুইট বার্তায় লিখেছে, ‘পৃথিবীতে তোমায় স্বাগতম থিওডর। অভিনন্দন মারিয়া শারাপোভা।’
সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা ব্রিটিশ মিলিয়নিয়ার আলেক্সান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে গাটছড়া বাঁধেন। গিলকেস ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামের বন্ধু। এমনকি প্রিন্স হ্যারির সঙ্গেও তার ভীষণ সখ্যতা রয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতেও দাওয়াত পেয়েছিলেন গিলকেস।
নারীদের এককে পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী মারিয়া শারাপোভা ২০২০ সালে টেনিস থেকে অবসরে যান। টেনিস ছাড়লেও এখনো বিশ্বে সমান জনপ্রিয় তিনি।