1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অনন্ত জলিলের ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত অঞ্জনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৪৯ বার পঠিত

বিনোদন ডেস্ক : অঞ্জনা অনন্ত জলিলের উদ্দেশ্যে লিখেছেন: ‘আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা। আমি আমার অভিনীত আন্তর্জাতিক মাইলস্টোন ইন্টারন্যাশনাল চলচ্চিত্রের পোস্টারগুলো দিলাম দেখে নিন। আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, বিশেষ করে আমি।’

আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? প্রশ্ন রেখে সত্তর দশকের এই নায়িকা লিখেছেন: ‘আমার অভিনীত অনেক বিগ বাজেটের অ্যাকশনধর্মী সুপার বাম্পার ব্লকবাস্টার আন্তর্জাতিক চলচ্চিত্র Qatilon Qey Qatil & Badla, Aaug Aur sholay, Bardhast, Akhiri faisala মতো চলচ্চিত্রগুলো দেখে নেবেন। আপনি আবার বলেছেন, এ দেশে এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। বিষয়টা একটু বেশি বারাবারি হয়ে গেলো না?’

‘মিস্টার অনন্ত জলিল আপনি হয়তো জানেন না। আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসা সফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। সেখানে তুরস্ক ইরাক ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড হংকংসহ পাকিস্তানের আরো নিজস্ব ৩টি ভাষা উর্দু পাঞ্জবি পস্তু ভাষার ব্যবসা সফল বহু চলচ্চিত্রে সুনামের সাথে আমি অভিনয় করেছি। বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। তাই কিছু বলার আগে একটু ভেবে নিবেন আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।’

‘শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে- এ দেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস যেনে তারপর আপনি আপনার মতো নিজস্ব মত প্রকাশ করবেন।’ অনুরোধ করেছেন অঞ্জনা।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। এই সিনেমার প্রচারে অনন্ত এবং বর্ষা বিভিন্ন সময় যে উক্তি করেছেন তা অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..