বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
মিজান রহমান :: বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে মৌলভীবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাজানো হয়েছে দুইদিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমির সকল প্রশিক্ষণ বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাজানো হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ি’, এতে প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় থাকবে নাচ, গান এবং আবৃত্তি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আরো উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি অভিভাবক সমাবেশও আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ তারিখ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে অনুষ্ঠিত হবে ‘জেলা যন্ত্রসঙ্গীত উৎসব’। এ অনুষ্ঠানে আপনারা উপভোগ করবেন সেতার, সরোদ, বেহালা, বাঁশি, ঢোল, মৃদঙ্গ, মাদল, দোতারাসহ বিভিন্ন যন্ত্রের সুরের মুর্ছনা। ঢাকা থেকে অংশগ্রহণ করবেন বিখ্যাত সেতারবাদক এবাদুল হক সৈকত এবং তরুণ সম্ভাবনাময় সরোদবাদক দুই সহোদরা ইশরাত ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান। এছাড়া জেলা থেকে অংশ নেবেন অনেক খ্যাতিমান যন্ত্রশিল্পী। আশা করি ভালো লাগবে।
অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মীর নাহিদ আহসান, মাননীয় জেলা প্রশাসক এবং সম্মানিত অতিথিবর্গ হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব এম এমদাদুল হক মিন্টু (সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি)।