শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: সহজ প্রতিপক্ষ পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। একই দিনে জয়হীন থাকল বার্সেলোনাও। জুভেন্টাসের বিপক্ষে ড্রয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাতালান ক্লাবটিকেও।
যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবের হয়ে জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে। আর জুন্টাসের হয়ে জোড়া গোল করেছেন মইজে কিন।
আজ বুধবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটেই বার্সাকে এগিয়ে নেন দেম্বেলে। এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ৩৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান মইজে কিন। পরের মিনিটে আবারও বার্সাকে এগিয়ে নেন দেম্বেলে।
কিন্তু এবারও ব্যবধান ধরে রাখতে পারল না কাতালানরা। বিরতির পর ৫১ মিনিটেই স্কোরলাইন ২-২ করে জুভেন্টাসকে স্বস্তির ড্র উপহার দেন মইজে কিন।
নিজেদের প্রথম ম্যাচে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। এরপর দ্বিতীয় ম্যাচে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।
অন্যদিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কার্লো অ্যানচেলোত্তির শিষ্যরা।