শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও চারটি হিমার্স রকেট ব্যবস্থার একটি চালান পেয়েছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্ররিতক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ হিমার্স প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হিমার্স যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম)। এটি মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চার রকেট সিস্টেম বা এমআলআরএস। এটি ভ্রাম্যমাণ একটি ইউনিট যা একই সঙ্গে একাধিক নির্ভুল-নিশানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন হিমার্স ‘গেম চেঞ্জার’ হয়ে উঠেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এই হিমার্স রকেট ব্যবস্থা নিয়ে খেরসনে হামলা চালিয়েছেন ইউক্রেনীয় সেনারা। হামলার পর খেরসনের রুশ কর্তৃপক্ষ শহরের দনিপার নদীর ওপর অবিস্থিত একমাত্র ব্রিজ বন্ধ ঘোষণা করে।