সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জেলা দাবা সমিতি ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে আগামী ৬ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে মৌলভীবাজার প্রেসক্লাবে একদিন ব্যাপী আন্ত;জেলা দাবা প্রতিযোগিতা অনুষ্টিত হবে। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্ভোধন করবেন। আগ্রহী দাবাড়ুরা ১০০টাকা এন্ট্রি ফিসহ শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে প্রেসক্লাবে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে। যোগাযোগ-01715-045664/01767-547237/01712-987236/01712-627818