শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে একজন থাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, যে মাউন্টেন বি নাইট ক্লাবে বৃহস্পতিবার রাত ১টার সময় আগুন লাগার খবর পাওয়া যায়। নিহতরা সবাই থাই নাগরিক বলে জানান তিনি।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৪ জন। আহত হয়েছেন আরও ৪১ জন।