শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : চীনের বড় ধরনের সামরিক অনুশীলনের একদিন পর তাইওয়ানের সেনাবাহিনী হামলা ঠেকানোর প্রতিরক্ষামূলক মহড়া শুরু করেছে। মঙ্গলবার এই মহড়া শুরু হয় বলে জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক।
তাইওয়ানের ৮ম আর্মি কর্পসের মুখপাত্র লু ওয়েই-জিয়ে মহড়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় কাউন্সি পিঙ্গুটঙ্গে এই মহড়া চলছে।
মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর গত সপ্তাহে বৃহত্তম সামরিক মহড়া চালায় ক্ষুব্ধ চীন। কয়েক দশকের মধ্যে ন্যান্সিই যুক্তরাষ্ট্র সফর করা উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তা ছিলেন।
চীনের আক্রমণের হুমকির মধ্যে রয়েছে তাইওয়ান। দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বেইজিং। কোনও একদিন প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে রেখেছে চীনা সরকার।
তাইওয়ানের সেনাবাহিনী জানিয়েছে, মহড়ায় কয়েকশ’ সেনা ও ৪০টি হাউইটজার মোতায়েন করা হয়েছে।
মুখপাত্র লু জানান, এই মহড়ার সূচি আগেই নির্ধারিত ছিল। চীনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এটি আয়োজন করা হচ্ছে না।