1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

খেলা ফেলে ‘ঘুরতে যাওয়ায়’ ২ বাংলাদেশি ক্রীড়াবিদ নিষিদ্ধ!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১১৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: কিছুদিন আগে শেষ হওয়া কমনওয়েলথ গেমসে টেবিল টেনিস ক্যাটাগরিতে তুলনামূলক ভালোই করেছিল বাংলাদেশের ছেলে এবং মেয়েরা। কিন্তু নারী দলের দুই খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এখন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এই দুই ক্রীড়াবিদকে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

গত পরশু ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সেই সভায় দুই ক্রীড়াবিদকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের ম্যানেজার শেখ মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেছেন, ‘সোমা ৪ তারিখ সকালে একটি ম্যাচ জিতেছিল। ইনজুরির জন্য বিকেলের ম্যাচে ওয়াকওভার দেয়। অলিম্পিকের চিকিৎসক তাকে দেখে বলেছিল বিশ্রাম নিলে পরের দিন খেলতে পারবে। ‘

তিনি আরও বলেন, ‘পরের দিন সকালে আমাকে জানায় তারা লন্ডন যেতে চায়। আমি তৎক্ষণাৎ তাদের না করি এবং বিষয়টি শেফ দ্য মিশনকে অবহিত করি। বিকেলে খেলা থাকায় সকালে সর্বশেষ অবস্থা জানার জন্য শেফ দ্য মিশন চিকিৎসককে পাঠাতে চান। সোমা-মৌ কেউই ফোন ধরেননি। খেলার সময় ঘনিয়ে আসছিল আমি অসংখ্যবার ফোন করেছি। তারা ফোন রিসিভ করেননি। অনেক পর মৌ ফোন করে জানায়, তারা আশেপাশেই আছে। তবে ফেসবুক পোস্ট থেকে জানতে পারি, তারা লন্ডনে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। ‘

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..